ফেসবুক-ইউটিউব, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনে ১৫% ভ্যাট


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

জুলাইয়ের ১ তারিখ থেকে বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেইসবুক, ইউটিউবে বিজ্ঞাপন দিতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

এমন নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী, বেতার ও টেলিভিশনের মাধ্যমে সেবা সরবরাহের জন্য অনাবাসিক ব্যক্তি বা সরবরাহকারীকে মূল্য সংযোজন কর ও প্রযোজ্যক্ষেত্রে সম্পূরক শুল্ক দিতে হবে।

এ আইন অনুযায়ী প্রত্যেক অনাবাসিক ব্যক্তিকে মূসক এজেন্ট নিয়োগ করতে হবে। রাজস্ব আদায়ের স্বার্থে বাংলাদেশে বসবাস করেন না এমন ব্যক্তি বাংলাদেশ টেলিভিশন, বেতার বা ফেইসবুক, গুগল, ইউটিউবের সেবা সরবরাহকারী সব প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন গ্রহণ করতে হবে।


শর্টলিংকঃ