- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

ফোবর্সের তালিকায় বেজসের হ্যাট্রিক

ফোবর্সের তালিকায় বেজসের হ্যাট্রিক

ইউএনভি ডেস্ক:

৪০ বিলিয়ন ডলারের বিবাহ বিচ্ছেদের পর অনেকেরই ধারণা ছিলো শীর্ষ ধনীর খেতাব হারাতে যাচ্ছেন অ্যামাজনের সিইও জেফ বেজস।শীর্ষ ধনীদের তালিকায় তাকে টপকে বিল গেটস কয়েক বারই সেরা ধনী ব্যক্তি হয়েছেন। তবে তা সাময়িক সময়ের জন্য।

তবে ফোবর্সের ২০২০ সালের বিলিয়নিয়ার লিস্টে আবারও শীর্ষে উঠে এসেছেন জেফ বেজস। ১১৩ বিলিয়ন ডলার (১১ হাজার ৩০০ কোটি ডলার) নিয়ে নিজের সেরা অবস্থান ধরে রেখেছেন টানা তৃতীয় বারের মতো।বিচ্ছেদের পর শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ২২তম স্থান পেয়েছেন বেজসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি।

বিচ্ছেদ থেকে প্রাপ্ত অর্থ বিভিন্ন দাতব্য সংস্থায় দান করার পর তার সম্পদের পরিমাণ এখন ৩৬ বিলিয়ন ডলার (৩ হাজার ৬০০ কোটি ডলার)।শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তার আছে ৯৮ বিলিয়ন ডলারের (৯ হাজার ৮০০ কোটি ডলার) সম্পদ।

ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ ৫৪ দশমিক ৭ বিলিয়ন ডলার (৫ হাজার ৪৭০ কোটি ডলার)। তার স্থান সপ্তম।মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমারের অবস্থান ১১। তার আছে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের (৫ হাজার ২৭০ কোটি ডলার) সম্পদ।

চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মার অবস্থান ১৭। তার সম্পদের পরিমাণ ৩৮ দশমিক ৮ বিলিয়ন ডলার (৩ হাজার ৮৮০ কোটি ডলার)। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের অবস্থান যথাক্রমে ১৩ ও ১৪।মঙ্গলবার ৩৪ বারের মতো ফোবর্সের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশিত হয়।

ফোবর্স জানিয়েছে, বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা এখন ২ হাজার ৯৫ জন। তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ১৭৭ জন বিলিয়নিয়ার। তাদের মধ্যে আছে জুমের প্রতিষ্ঠাতা ও সিইও এরিক ইউয়ানের নাম। করোনাভাইরাসের প্রভাবে জুমের ব্যবহারকারী সংখ্যা ২০ কোটিতে পৌঁছায়।

ফলে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার (৫৫০ কোটি ডলার) নিয়ে তালিকায় জায়গা করে নেন তিনি।করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর মার্চের প্রথম ভাগেই বিলিয়নিয়ারের খেতাব হারিয়েছেন ২২৬ জন। ফলে গত বছরের তুলনায় তালিকায় এবার ৫৮ জন কম।