Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ফ্রান্সেও তীব্র দাবদাহ অব্যাহত


সারাদুনিয়া ডেস্ক :

ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ফ্রান্সেও অব্যাহত রয়েছে তীব্র দাবদাহ। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গরম থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করতে সাধারণ ফরাসিসহ বিদেশি পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। গরমে ফ্রান্সের জনজীবনও বিপর্যস্ত। তীব্র গরমের কারণে বিঘ্ন ঘটছে ট্রেন বা মেট্রোর চলাচলেও। ইতোমধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে।

প্রচণ্ড গরমে কষ্টে ভুগছেন ফ্রান্সের বিভিন্ন খাতে কাজ করা প্রবাসী বাংলাদেশিরা। নিজেদেরকে রোদের তাপ থেকে রক্ষা করার জন্য তাপনিরোধক উপকরণ সঙ্গে রাখার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


Exit mobile version