Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

ফ্রিতে শিশুদের গল্প শোনাবে অডিবল


ইউএনভি ডেস্ক: 

অ্যামাজন মালিকানাধীন ডিজিটাল অডিওবুক সরবরাহকারী কোম্পানি অডিবল শিশু কিশোরদের জন্য ফ্রি সেবা চালু করতে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে গৃহবন্দী অবস্থায় থাকাকালীন যেন তারা অডিবল স্টোরিজ শুনে সময় কাটায় তা নিশ্চিতেই এ উদ্যোগ নিয়েছে অডিবল।

গল্প শুনছে শিশু। ছবি : ইন্টারনেট

কোম্পানিটি জানিয়েছে, যতদিন স্কুল বন্ধ থাকবে ততদিন আমরা ফ্রি সেবা দেব। এতে করে শিশু কিশোররা গল্পের বিশাল ভাণ্ডারে প্রবেশ করতে পারবে। এখানে ৬টি ভিন্ন ভাষায় গল্প পাওয়া যাবে। এর মধ্যে থাকবে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জার্মান ও জাপানিজ ভাষা।

ডেক্সটপ ও মোবাইল অ্যাপ ব্যবহার করে অডিবল স্টোরিজ সেবার সুবিধা নেওয়া যাবে।সেবার আওতায় শেক্সপিয়ারের হ্যামলেট, মেরি শেলির ফ্রাঙ্কস্টাইন ও জ্যাক লন্ডনের হোয়াইট ফ্যাঙ্গসহ কয়েকশ’ অডিও বই পাওয়া যাবে। এর পাশাপাশি থাকবে শিশুতোষ গল্পের বই ও পাঠ্যবই।

আরও পড়ুনঃ স্ত্রী রেখে প্রেমিকার সঙ্গে ইতালি ভ্রমণ, করোনায় আক্রান্ত স্বামী

অডিবল জানিয়েছে, শিশুদেরকে বিনোদন, শিক্ষা ও সাধারণ জ্ঞান বিষয়ক জ্ঞান দিতে প্রতিটি বই এডিটররা নির্বাচন করেছেন।

করোনাভাইরাসের কারণে অনেক মানুষ বাসা থেকে কাজ করছেন। এতে অফিসের কাজের পাশাপাশি শিশুদেরকেও সময় দিতে হচ্ছে। তাই শিশুদেরকে ব্যস্ত রাখতে বইগুলো কাজে দেবে বলে আশা করছে অডিবল।


Exit mobile version