রাবিতে ‘নাগরিক সাংবাদিকতা’ বিষয়ক বিশেষ বক্তৃতা


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাগরিক সাংবাদিকতা ও ভিজ্যুয়ালের ব্যবহার বিষয়ক বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম এ বিষয়ে বক্তৃতা করেন।

বক্তৃতা

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জামার্নির ডিডব্লিউ একাডেমি যৌথভাবে এই আয়োজন করে। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহীল বাকীর সঞ্চালনায় বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে আলোকচিত্রী শহিদুল আলম বলেন, ‘মূলধারার গণমাধ্যমে অনেক বিষয় উঠে আসে না। সেখানে নাগরিক সাংবাদিকতার মাধ্যমে সবার সামনে বিষয়গুলো তুলে ধরা সম্ভব। মাধ্যম হিসেবে আলোকচিত্র খুবই শক্তিশালী। আলোকচিত্র যতটা ভালভাবে কোনো বিষয়কে তুলে ধরতে পারে, তা অন্য কোনো মাধ্যমে করা খুব কঠিন।’

বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিভাগের পক্ষ থেকে আলোকচিত্রী শহিদুল আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিকেলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।

আরও পড়তে পারেন:অপহরণ ও প্রতারণার অভিযোগে শিবগঞ্জে ভূমি কর্মকর্তা গ্রেফতার


শর্টলিংকঃ