বঙ্গবন্ধুর খুনিদের এমপি বানিয়েছিলেন খালেদা : শাহরিয়ার


নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরে এনে চাকরি দিয়েছিলেন। আর বেগম খালেদা জিয়া তাদের অনেককেই এমপি বানিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী’র আলোচনা সভায় তিনি একথা বলেন।

নগরীর সিএন্ডবি মোড়ে শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও ২১ আগস্টে শুধু গরীব মানুষকে খাওয়ালে ও মোনাজাত করলেই হবে না, তাঁর আদর্শ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাঁর স্বপ্ন সফল করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আজকে শুধু মধ্যম আয়ের দেশ নয়, টানা ৫ বছর ধরে পৃথিবীর সবচেয়ে বৃহৎ অর্থনীতি প্রবৃদ্ধির দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। গড় প্রবৃদ্ধির হারে দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এসময় বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

 জাতীয় শোক দিবস পালন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক একেএম আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক এমপি জিনাতুন নেসা তালুকদার, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান, আব্দুল মজিদ সরদার ও যুবলীগ নেতা আবু সালেহ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম। পরে প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।


শর্টলিংকঃ