Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯ বাংলাদেশ’ : এসেছেন সঞ্জয় দত্ত


ইউএনভি ডেস্ক:

ঢাকায় শুরু হতে যাওয়া গলফ টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে দেখা মিলল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ বাংলাদেশ’ শিরোনামের এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী ৩ এপ্রিল। আজ বৃহস্পতিবার বিকেল চারটা কুর্মিটোলায় গলফ ক্লাব মাঠে আসেন সঞ্জয় দত্ত। রাতের ফ্লাইটে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে  জানিয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাব অ্যাফেয়ার্সের মহাব্যবস্থাপক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন মো. রেজা।

জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা একটায় সঞ্জয় দত্ত ঢাকায় নামেন। বিকেলে কুর্মিটোলায় গলফ ক্লাবে লোগো উন্মোচন অনুষ্ঠানের তারকা অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ।

আয়োজনের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, এশিয়ান ট্যুর গলফ টুর্নামেন্ট এবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হতে যাচ্ছে। অন্যান্যবারের চেয়ে এবারের আয়োজন আরও বর্ণাঢ্য। তাই তো লোগো উন্মোচন অনুষ্ঠানও বেশ বড় আয়োজনে করার উদ্যোগ নেওয়া হয়েছে। গলফ খেলা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতেই সঞ্জয় দত্তের মতো বড় তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে সঞ্জয় দত্ত বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেছেন। তাঁর পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্পর্কের কথাও তুলে ধরেছেন।

কুর্মিটোলা গলফ ক্লাবে ৩ এপ্রিল শুরু হয়ে এই টুর্নামেন্ট শেষ হবে ৬ এপ্রিল। আয়োজক সূত্র জানায়, কুর্মিটোলা গলফ ক্লাবে ৬ এপ্রিল বেলা তিনটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মূল টুর্নামেন্ট শুরুর আগের দিন একই মাঠে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২২ দেশের সেরা গলফাররা ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯ বাংলাদেশ’-এ অংশ নিচ্ছেন। ঢাকা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটিই প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা ক্রিকেটার গর্ডন গ্রিনিজও এই টুর্নামেন্টে অংশ নেবেন।


Exit mobile version