বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণনায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা


নিজস্ব প্রতিবেদক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা উপলক্ষে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা হয়েছে। শুক্রবার সকালে এই শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সারাদেশে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে বিকালে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের কাউন্টডাউন আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শুক্রবার রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধনকে তরান্বিত করতে আনন্দ শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি স্টেশন রোডে অবস্থিত বিবিএ ভবন থেকে যাত্রা শুরু করে সিটি কর্পোরেশনের মূল ফটকে গিয়ে শেষ হয়। সেখানে ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সবাই অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, রেজিস্ট্রার ড. মো মহিউদ্দীন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ মতিউর রহমান, ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. একরামুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. হাবিবুল্লাহ।

এতে বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ