বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ


ইউএনভি ডেস্ক:

বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই জেমি ডের শিষ্যদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার জামাল ভূঁইয়াকে দলে পাচ্ছে না বাংলাদেশ শিবির।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ৬টি দল নিয়ে আয়োজন করা হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ। ছয় দলের মধ্যে এশিয়ার তিনটি ও আফ্রিকার রয়েছে তিনটি দল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হারার পর শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে বাঁচা-মরার ম্যাচ হিসেবে দাঁড়িয়েছে জামাল ভূঁইয়াদের সামনে। গ্রুপ এ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিলিস্তিন। আজকের ম্যাচের জয়ী দলই গ্রুপ রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডের টিকিট হাতে পাবে।

আর আজ শ্রীলঙ্কার বিপক্ষে হারলেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে বাংলাদেশকে।


শর্টলিংকঃ