Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাঁদুড় যাচ্ছে যশোরের হোটেলে!


পুঠিয়া প্রতিনিধি:

শুক্রবার কাক ডাকা ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলা বাসস্ট্যান্ডে দুই জন লোক এসে দাঁড়ায়। সঙ্গে একটি বস্তা। লোক দুটোর আচরণ দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। দুই একজন সন্দেহ করে বসে। এরপরে আরো কয়েকজন জুটে যায়। এক পর্যায়ে বস্তার মুখ খোলা হয়। সবাই হতভম্ব! বস্তার ভেতরে অসংখ্য বাঁদুড়।

স্থানীয় মানুষের ধমকের মুখে ওই দুই ব্যক্তি স্বীকার করে বাঁদুড়গুলো তারা যশোর হোটেলে নিয়ে যাচ্ছিল। সেখানে হোটেলে সেই বাঁদুড়গুলো বিক্রি করে তারা।

স্থানীয়রা জানান, সকালে ওই দুই ব্যক্তি যশোরের বাসের আশায় বসে ছিল। স্থানীয় মানুষের সন্দেহ হলে বস্তাটি খোলা হয়। এরপরে তারা অপরাধ স্বীকার করে জানান, যশোরের খাবারের হোটেলে বিক্রি করার জন্য বাঁদুড়গুলো তারা নিয়ে যাচ্ছিল। হোটেলে এসব পাখির মাংস হিসেবে বিক্রি হয়ে থাকে।

স্থানীয়রা আরও জানান, অপরাধ স্বীকার করে কাঁন্না শুরু করলে স্থানীয় মানুষ তাদের ছেড়ে দেয়। এ ধরনের কাজ ভবিষ্যতে আর করবে না বলেও তারা অঙ্গীকার করে। তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

আরও পড়ুন সরকারি ওয়েবসাইটে গরুর মাংসের বিজ্ঞাপন,ভারতে তুমুল বিতর্ক


Exit mobile version