- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

বাংলাদেশের অনুশীলন শুরু আজ


শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দেশের মাটিতে তিন দিন অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রাথমিকভাবে কোনো অনুশীলন ছাড়াই ২০ জুলাই দেশ ত্যাগের পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলেছে। বিশ্বকাপের পর দেশে ফিরে বিশ্রামে থাকা ক্রিকেটাররা আজ থেকেই মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে নামছেন। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, মাশরাফিদের অনুশীলন চলবে ১৯ জুলাই পর্যন্ত।


লঙ্কা সফরের ওয়ানডে দলের ১৪ ক্রিকেটার অবশ্য এই অনুশীলনে থাকবেন না। দলে ফেরা তাইজুল ইসলাম এখন ভারতে। ব্যাঙ্গালোর থেকেই কলম্বো যাওয়ার কথা এই বাঁহাতি স্পিনারের। চট্টগ্রামে থাকা এনামুল হক বিজয় আগামী ১৯ জুলাই আফগানদের বিরুদ্ধে ওয়ানডে খেলার পর দলের সঙ্গে যোগ দিবেন।

এদিকে গত কয়েকদিন ধরে মিরপুরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুনরা। তাদেরকে সহযোগিতা করছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কা সিরিজে তার উপরই বর্তাচ্ছে টাইগারদের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব।