Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাগদাদে রকেট হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র


ইউএনভি ডেস্ক: 

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট বিস্ফোরণের ঘটনায় ইরানের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। বুধবার এক বিবৃতিতে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এ হামলার জন্য ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াগুলোকে দায়ী করে।

মঙ্গলবার রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট বিস্ফোরণ ঘটে। টাইগ্রিস নদীর পশ্চিমতীরের ওই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন রয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, অতিসুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে চারটি রকেট পড়েছে। বাগদাদের অন্য এলাকায় পড়েছে অপর তিনটি রকেট। এতে এক মেয়েশিশু নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।

সাতটি রকেটই বাগদাদের পূর্বাঞ্চলের এক এলাকা থেকে ছোড়া হয়েছে বলে ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে। বাগদাদের গ্রিন জোনের ভেতরে ওই ঘাঁটির পাশেই যুক্তরাষ্ট্রের দূতাবাস। প্রায়ই এই দূতাবাসের কাছে বা কখনও কখনও দূতাবাসটিতেও রকেট হামলার ঘটনা ঘটে।

কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনীগুলোকে দায়ী করে আসছে।


Exit mobile version