Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাগমারার ঝিকরায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ ক্যাম্পের নতুন ভবনের উদ্বোধন করেন রাজশাহী পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম.পিপিএম।

বাগমারার ঝিকরায় পুলিশ ক্যাম্পের উদ্বোধন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সুমন দেব, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌর সভার মেয়র আবুল কালাম আজাদ, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক প্রাং, ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াদ আলী, মাস্টার সাহাদত হোসেন, বাগমারা থানার ওসি তদন্ত আফজাল হোসেন, হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইচচার্জ রফিকুল ইসলাম, ঝিকরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফজলুল হক।

পুলিশ ক্যাম্পের উদ্বোধন শেষে ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের সভাপতিত্বে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম.পিপিএম। উক্ত সভায় ঝিকরা ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার। এক সময়ের রক্তাক্ত বাগমারাকে শান্তির জনপদে পরিনত করতে আইন শৃংখলা বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পুলিশ সব সময় আপনাদের পাশে ছিলো। আগামীতেও থাকবে। যে কোন সমস্যায় আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। আইন শৃংখলা স্বাভাবিক রাখতে জনগণের ভূমিকা সবার আগে।


Exit mobile version