Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাগমারায় আইজিএ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ


বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় মহিলাদের জন্য আয় বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) এর ৪র্থ ব্যাচের টেলরিং ও ব্লক বাটিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জানুয়ারী থেকে মার্চ মাসের ৩ মাস মেয়াদী টেলরিং ও ব্লক বাটিক প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে ৬ হাজার টাকার চেক এবং একটি করে সনদপত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইজিএ প্রশিক্ষক রবিউল ইসলাম, নাজহাত, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী বিরেন্দ্রনাথ সাহা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে টেলারিং এ ২০ জন এবং ব্লব বাটিক এ ২০ জন মোট ৪০ জনকে ৪র্থ ব্যাচে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়।


Exit mobile version