- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

বাগমারায় আয়কর মেলার উদ্বোধন


বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আয়কর মেলার মধ্যে দিয়ে জনগণ এবং কর কমিশনের সাথে সু-সম্পর্ক সৃষ্টি হয়। আয়কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন সরাসরি অংশ নেয়া সম্ভব হয়। সে জন্য দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে সঠিকভাবে আয়কর প্রদান করতে হবে।

রোববার সকালে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপ-কর কমিশনার কার্যালয় সার্কেল-২২ (ভবানীগঞ্জ) কর অঞ্চল রাজশাহী আয়োজিত আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানের মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর অঞ্চল রাজশাহীর উপ-কর কমিশনার নবার সিরাজ-উদ দৌলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আয়কর মেলায় বক্তব্য রাখেন, রাজশাহীর কর কমিশনার ইবনে খলিলুল্লাহ আহসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল । পরে ফিতা কেটে দুই দিন ব্যাপি আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপ-কর কমিশনার কার্যালয় সার্কেল-২২ (ভবানীগঞ্জ)  জানায়,  ২০১৮-১৯ কর বর্ষে বাগমারায় আয়কর আদায়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ কোটি টাকা। আদায় হয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা। বাগমারায় এ পর্যন্ত মোট কর দাতার সংখ্যা ৬ হাজার ১ শত ৬০ জন। চলতি করবর্ষে নতুন কর দাতা হিসেবে যুক্ত হয়েছেন ৬শত ৯০ জন।