Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাগমারায় এলজিইডি অফিসের দুই সদস্য করোনা সংক্রমিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় এবার উপজেলা প্রশাসনের কার্যালয়ে হানা দিয়েছে করোনা ভাইরাস। শুক্রবার উপজেলা এলজিইডি প্রকৌশলীর অফিসের দুই সদস্য করোনা সংক্রমিত হয়েছেন।

করোনার সন্দেহে বৃহস্পতিবার ওই দুই জনের নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্টরা। তাদের সেই নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের করোনা পজেটিভ হয়।ওই দুই জনের মধ্যে একজন সহকারী প্রকৌশলী এবং অফিস সহায়ক।

তবে তাদের দেহে করোনা পজেটিভ হলেও উপজেলা প্রকৌশলীর ফলাফল নেগেটিভ। হঠাৎ করেই উপজেলা প্রশাসনের দুই জনের করোনা শনাক্ত হওয়ার আতংকের মধ্যে রয়েছে পুরো প্রশাসন।

এ ঘটানায় উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, আমরা এক সঙ্গেই করোনার টেস্ট করতে দিয়েছিলাম। তবে আমারটা নেগেটিভ আসলেও দুই জনের করোনা পজেটিভ এসেছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত যেহেতু সবাই এক সাথে অফিসে কার্যক্রম পরিচালনা করেছি তাই আমি সহ অন্যদেরও করোনা টেস্ট জরুরী। তবে আমাদের অফিস লকডাউনে রাখা হবে কিনা সেটা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, উপজেলা এলজিইডি অফিসের দুই জন করোনা পজেটিভ হওয়ায় তাদেরকে আলাদা ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হবে। যেহেতু উপজেলা প্রশাসনে করোনা সংক্রমণ দেখা দিয়েছে সে কারনে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো।


Exit mobile version