বাগমারায় এসিসিএফ ব্যাংকের শাখা উদ্বোধন


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় আকিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইনান্স ব্যাংক লিমিটেড (এসিসিএফ) এর ১৫৫ তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ যেন অতি সহজে অর্থ লেনদেনসহ সঞ্চয় করতে পারে এ লক্ষ্যে আর্থিক এই প্রতিষ্ঠানটি বাগমারায় তাদের কার্যক্রম চালু করলো।

বুধবার দুপুর ১২ টায় এ উপলক্ষে দেউলিয়া বাসস্ট্যান্ডের মোশাররফ টাওয়ারের ২য় তলায় ব্যাংক কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আকিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইনান্স ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের সিনিয়র ডিজিএম এইচআরডি নাজমুদ্দীন নূর হাছান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ফিতা কেটে ১৫৫ তম শাখার শুভ উদ্বোধন করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম।

আকিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইনান্স ব্যাংক লিমিটেড ১৫৫ তম শাখার এজিএম ও ব্যবস্থাপক মোবারক হোসাইনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আকিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইনান্স ব্যাংক লিমিটেড রংপুর শাখার সিনিয়র ডি.এম রাফিউল কাদের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইনান্স ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার প্রশাসন লাকী খাতুন, আকিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইনান্স ব্যাংক লিমিটেডের রাজশাহীর বিভাগীয় প্রধান ডিজিএম আব্দুল হান্নান, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলী, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী।

এ সময় উপস্থিত ছিলেন দ্বীপনগর কলেজের অধ্যক্ষ নাসিমা খানম ডেইজী, গোপালপুর ইসলামীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন, ব্যবসায়ী মোশাররফ হোসেন পান্নু প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আকিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইনান্স ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

আকিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইনান্স ব্যাংক লিমিটেড ১৫৫ তম বাগমারা শাখায় চলতি হিসাব, আমানত, সঞ্চয়ী হিসাব সহ বিভিন্ন প্রকার হিসাব পরিচালিত করা হবে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ।

 


শর্টলিংকঃ