Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাগমারায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন


বাগমারা প্রতিনিধি:

“সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ডিজিটাল বাংলাদশে দিবস-২০১৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার এস.এম. মাহমুদ হাসান, এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রাজিবুর রহমান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম. ওয়াহিদুজ্জামান, সমাজসেবা ককর্মকর্তা আব্দুল মমিন, সমবায় অফিসার আলাউদ্দীন প্রামানিক, চাঁনপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Exit mobile version