Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী। সোমবার দুপুরে তিনি জাতির পিতা স্বাধীন বাংলার রুপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্বলীত জাদুঘর পরিদর্শন করেন।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক প্রত্যন্ত এলাকার মানুষকে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এই জাদুঘরটি নির্মাণ করেন। সেই জাদুঘরে তৎকালীন সময়ের অসংখ্য চিত্র সংরক্ষণ করা হয়েছে।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী এর প্রতিষ্ঠাতা সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে ধন্যবাদ জানান।

তিনি উল্লেখ করে বলেন, বাংলার ইতিহাস, বাঙ্গালীর ইতিহাস সবাইকে জানতে হবে। জাতিকে ভুলে গেলে চলবে না কিভাবে স্বাধীনতা অর্জিত হয়েছে। দীর্ঘ সময় ধরে পুরো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। পরিদর্শন শেষে পরিদর্শন বইতে তাঁর মন্তব্য লেখেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন পত্নী সুনন্দা ভাটি, জেলা আ’লীগের সহ-সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাষ্টের ট্রাস্টি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, কমপ্লেক্সের পরিচালক উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা আ’লীগের সদস্য জাহানারা বেগম, আ’লীগ নেতা সাহারিয়া, ফরিদ উদ্দীন, ছাত্রলীগ নেতা নাইম আদনান, আবু রায়হান প্রমুখ।


Exit mobile version