বাগমারায় বাল্য বিবাহ রোধে শপথ নিলেন শতাধিক শিক্ষার্থী


বাগমারা প্রতিনিধি:

আমি শপথ করছি যে, আজ থেকে বাল্য বিবাহ, যৌন হয়রানি অথবা কোনরুপ নারী নির্যাতন হতে দিব না। বাল্য বিবাহ, ধর্ষণ বা অন্য কোন নারী নির্যাতন হতে দেখলে সাথে সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসের সহায়তা নিয়ে তা প্রতিরোধ করবো।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এমনই শপথ বাক্য পাঠ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

উপজেলা পরিষদের আয়োজনে নারী নির্যাতন বিরোধী ১৬ দিন ব্যাপি কর্মসূচী “অরেঞ্জ ক্যাম্পেইন -২০১৯” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা সহ উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 


শর্টলিংকঃ