বাগমারায় মৎস্য অফিসের অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা


বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য চাষীদের সাথে অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অঙ্গ এর আওতায় ইউনিয়ন পর্যায়ে সিআইজি এবং নন সিআইজি মৎস্য চাষীদের অভিজ্ঞতা বিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ফেরদৌস সরকার, জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন, ক্ষেত্র সহকারী কোমল কুমার সরকার, আব্দুল গাফ্ফার প্রমুখ।

উক্ত কর্মশালায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ৬০ জন মৎস্য চাষী উপস্থিত ছিলেন। কি ভাবে মৎস্য চাষ করলে দ্রুত লাভবান হওয়া যাবে সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি অল্প সময়ে এবং কম খরচে অধিক উৎপাদন করা সম্ভব সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


শর্টলিংকঃ