বাগমারায় স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতিসভা


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মার্চ মাসব্যাপি নানা কর্মসূূচী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়।

বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মার্চ মাসব্যাপি কর্মসূচী পালনে প্রস্তুতিসভা
বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মার্চ মাসব্যাপি কর্মসূচী পালনে প্রস্তুতিসভা

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রাব্বানী, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামান, শিক্ষা অফিসার মনিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান, খাদ্য কর্মকর্তা মোহাম্মাদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন।

বাগমারা থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাহার আলী, বন কর্মকর্তা জোনাব আলী, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকব (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান রঞ্জু, মাস্টার আব্দুল জলিল প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


শর্টলিংকঃ