Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ভ্যানচালকের মৃত্যু


ইউএনভি ডেস্ক: 

নাটোর বাগাতিপাড়ায় জ্বর ও শ্বাসকষ্টে সুকুমার দাস (৩৫) নামে এক ভ্যানচালক মারা গেছেন। রোববার রাতে উপজেলার নওশেরা গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ ছিলেন।

সুকুমার মারা যাওয়ার পর তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ভ্যানচালক মারা যাওয়ার পর মসজিদের মাইকে প্রতিবেশীদের মৃত ব্যক্তির বাড়িতে না যাওয়ার অনুরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম নমুনা সংগ্রহের জন্য সোমবার সকালে ওই গ্রামে যান। মেডিকেল টিম মৃতের নমুনা সংগ্রহ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল জানান, যেহেতু করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে তাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত লকডাউন থাকবে।স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করা হবে বলে জানান তিনি।


Exit mobile version