বাঘায় ইভটিজিং এর অভিযোগে যুবক আটক


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ইভটিজিং এর অভিযোগে রনি আহম্মেদ নামের এক যুবক আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঘা থানার পুলিশ তাকে আটক করে।

 

 

জানা যায়, বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে (১৮) প্রতিনিয়ত রাস্তা দিয়ে কলেজে যাওয়া-আসার সময় ইভটিজিং করে উপজেলার তুলসিপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে রনি আহম্মেদ (২১)। এ বিষয়ে পারিবারিকভাবে তাকে এধরনের কাজ না করার জন্য নিষেধ করা হয়। তারপরও কারও কথা সে কর্ণপাত না করে যেখানে সেখানে বেপরোয়াভাবে ইভটিজিং করা শুরু করে। এক পর্যায়ে কলেজ পড়ুয়া ছাত্রী বাদি হয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাঘা থানায় এসে রনি আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এ অভিযোগের প্রেক্ষিতে বাঘা থানার পুলিশ দুপুরে তার নিজ বাড়ি থেকে আটক করে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এক কলেজ ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগের প্রেক্ষিতে রনি নামের এক যুবককে আটক করা হয়েছে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শর্টলিংকঃ