Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাঘায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ দিলেন আশা এনজিও


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ দিলেন আশা এনজিও। সোমবার (১১ মে) সকালে আশা এনজিও’র বাঘা শাখার আয়োজনে দুই শতাধিক কর্মহীন ও দুস্থদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, আশা এনজিও’র বাঘা শাখার ম্যানেজার আবদুস সাত্তার প্রমুখ।

আশা এনজিও’র বাঘা শাখার ম্যানেজার আবদুস সাত্তার জানান, মরণব্যাধি করোনাভাইরাসের সময় আশা এনজিও দরীদ্রদের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে থাকবে।

এদিকে আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের মুস্তাকিন নামের এক প্রবাসি যুবক বিকেলে ১৪০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।


Exit mobile version