বাঘায় চুরির আতঙ্কে পেঁয়াজ ক্ষেত পাহারা


আমানুল হক আমান, বাঘা:
রাজশাহীর বাঘায় অতিরিক্ত দামের কারণে কদর বেড়েছে পেঁয়াজের। তাই দিনের বেলায় হাড় ভাঙ্গা পরিশ্রমের পর রাতেও পেঁয়াজের ক্ষেত পাহারা দিচ্ছে রাত জেগে চাষিরা। এমন ঘটনা ঘটেছে উপজেলার পদ্মার চরে।


জানা যায়, দিনের বেলায় পেঁয়াজ ক্ষেত পরিচর্যা শেষে সন্ধ্যার পর টর্চ লাইট নিয়ে পেঁয়াজ ক্ষেত পাহারা দেয়া হচ্ছে। পদ্মার চরে খোঁজ খবর নিতে গিয়ে দেখা মেলে খাঁয়েরহাট গ্রামের আব্দুল জলিল উদ্দিনের সাথে। কুয়াশা ঠেকাতে মাথার উপর ছাউনির নীচে ভাতিজা সোহেল রানাকে নিয়ে শীতের চাদর গায়ে দিয়ে টর্চ লাইট হাতে বসে আছেন তিনি। এ বিষয়ে আব্দুল জলিল বলেন, এ বছর আড়াই বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি।

চড়া দামের কারণে পেঁয়াজ চুরি ভয় বেশি। তাই পাহারা দিতে হচ্ছে। তবে বিগত বছর এভাবে পেঁয়াজের ক্ষেত পাহারা দিতে হয়নি। পদ্মার চরের ৭ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করছেন সরেরহাট পালপাড়া গ্রামের দুলাল হোসেন। তিনি বলেন, কোন পোঁয়াজ চাষিদের চোখে ঘুম নেই। রাতের পাশাপাশি দিনের বেলাতেও মাঠে কাউকে না কাউকে থাকতে হচ্ছে পাহারায়। ফলন কম হলেও চুরির ভয়ে আর বেশি দামের আশায় অনেকেই পেঁয়াজ তুলতে শুরু করেছেন।

আরেক চাষি মশিদপুর গ্রামের আসলাম আলী জানান, প্রতি বিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মন পেঁয়াজ উৎপাদন হচ্ছে। যা পূর্ণ মৌসুমের তুলনায় অনেক কম। তিনি আরো বলেন, বাজারে চরের নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। আগের তুলনায় দামও অনেক কমে গেছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিউল্লাহ সুলতান জানান, চলতি বছর উপজেলায় পেঁয়াজ চাষাবাদ হয়েছে ৮৮০ হেক্টর জমিতে। তবে আগের চেয়ে বর্তমানে অনেকটায় কম দামে বিক্রি হচ্ছে। আমা করছি আগামী সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রন হয়ে যাবে।


শর্টলিংকঃ