- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

বাঘায় চেয়ারম্যানসহ ২০৫ প্রার্থীর মনোনয়ন দাখিল


আমানুল হক আমান, বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলা বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া ও মনিগ্রাম এ ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গতকাল বৃহস্পতিবার। এ নির্বাচনে ২৩ জন চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত আসনে ২০৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। নিজ নিজ সমর্থিতদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাজুবাঘা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আ.লীগের মনোনীত প্রার্থী বাজুবাঘা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলুর রহমান, বিদ্রোহী প্রার্থী রফিজ উদ্দিন, সাইফুল ইসলাম, হাসমত আলী, দুলাল হোসেন, জিয়াউর রহমান, সাহার আলী। বিএনপি’র প্রার্থীরা হলেন-ফিরোজ আহম্মেদ, নজরুল ইসলাম, নওশাদ আলী, আসলাম মালিথা, আসাদুজ্জামান। স্বতন্ত্র প্রার্থী এমএ মানিক।

পাকুড়িয়া ইউনিয়নে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আ.লীগের মনোনীত প্রার্থী রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম সরকার। বিদ্রোহী প্রার্থী আবদুর রহমান ও শামিউল আলম। বিএনপি’র একমাত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু।

মনিগ্রাম ইউনিয়নে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আ.লীগের মনোনীত প্রার্থী মনিগ্রাম ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী জিল্লুর রহমান, কাবাতুল্লাহ, মাইনুল হক, আয়নাল হক। বিএনপি’র একমাত্র প্রার্থী মুজিবুর রহমান।

গড়গড়ি ইউনিয়নে চেয়াম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আ.লীগের মনোনীত প্রার্থী গড়গড়ি ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি। বিদ্রোহী প্রার্থী শাহাজালাল লিটন, আবদুর রাজ্জাক। বিএনপি’র প্রার্থীরা হলেন-মাসুদ পারভেজ টিপু, এমদাদুল হক, ডাবলু সরকার, স্বপন সরকার।

উল্লেখ্য, উপজেলার বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩ সেপ্টম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। এ ৪টি ইউনিয়নে আগামী ১৪ অক্টোবর নির্বাচন। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই। ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার। ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ।