বাঘায় জাতীয় ভোটার দিবস পালন


বাঘা প্রতিনিধি:

ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ায় অংশ নেব, এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয় । পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক ও অধ্যক্ষ নছিম উদ্দীন, বাঘা পৌর মেয়র আবদুর রাজ্জাক, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম, রফিকুল ইসলাম, শফিকুর রহমান, রবিউল ইসলাম, ফিরোজ আহম্মেদ রঞ্জু, মেরাজুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, এবিএম সানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহন করেন। পরে নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়।

 


শর্টলিংকঃ