বাঘায় ন্যায্য মুল্যে ধান সংগ্রহের লটারি অনুষ্ঠিত


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ন্যায্য মুল্যে ধান সংগ্রহের জন্য ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা খাদ্য গোডাউনের উদ্যোগে এ লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ্ সুলতান, উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুন নাহার, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, আড়ানী পৌর আ’লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

চলতি মৌসুমে ২৬ টাকা কেজি হিসেবে ১৪০ মেট্ট্রিকটন ধান ক্রয় করবে উপজেলা খাদ্য গোডাউন। উপজেলায় লটারির মাধ্যমে তালিকাভূক্ত ইউনিয়ন ও পৌরসভার ৪০ জন কৃষকদের কাছে থেকে এ ধান করবে।

 


শর্টলিংকঃ