Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাঘায় পুকুরে বিষ দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধন


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় দুর্বৃত্তরা একটি ৮ বিঘা জমির উপর পুকুরে বিষ প্রয়োগে করেছেন। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার মাছ মারা গেছে। শনিবার ভোরে উপজেলার বাঘা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলিহার গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাঘা উপজেলার বলিহার গ্রামের শৈয়লেন্দ্রনাথ সরকারের ছেলে পীযুষ কুমার সরকারের নিজ ৮ বিঘা জমির উপর পুকুরে কয়েক মাস আগে প্রায় ৪ লাখ টাকা ব্যায়ে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন। মাছগুলো আর কিছুদিন পরেই বিক্রি করবে। তবে এর আগেই শনিবার ভোররাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। ফলে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে।

পুকুরের মালিক পীযুষ কুমার সরকার জানান, আমার ক্ষতি করার জন্যই কে বা কারা রাতের আঁধারের বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। আমি এর বিচার দাবি করছি। এছাড়া আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ায় স্থানীয় কিছু ব্যাক্তি আমাদের উপর অত্যাচর করে।

এছাড়া কারণে অকারণে আমাদের ক্ষতি করার জন্য প্রচার করে বেড়ায়। এর কয়েকটি প্রমান আমাদের কাছে আছে। সেগুলো ওই দূর্বৃত্তদের জানাতে গেলে উল্টো আমাদের হুমকি দেয়।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পুকুর পরিদর্শন করেছি এবং আইনের আশ্রয় নিতে ওই মাছ চাষীকে পরামর্শ দিয়েছি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, পুকুরের বিষ প্রয়োগের ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা  নেয়া হবে।


Exit mobile version