বাঘায় পূর্বশত্রুতার জেরে যুবককে হাতুড়িপেটা


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ইব্রাহিম হোসেন টিটু নামের এক যুবকে হাতুড়ি ও লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। এই ঘটনায় ইব্রাহিম হোসেন টিটু বাদি হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে বাঘা থানার পুলিশ গতকাল রোববার দুপুরে ঘটনাস্থল তদন্ত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বলিহার গ্রামের নওশাদ আলীর ছেলে ইব্রাহিম হোসেন টিটু লালপুরে যাচ্ছিল। এ সময় বাঘা উপজেলার চকআমোদপর গ্রামের ৩ রাস্তার মোড়ে মোটর সাইকেল নিয়ে পৌছলে পূর্ব শত্রুতার জের ধরে চকআমোদপর গ্রামের গ্রামের বাবু, সোহাগ, রোজা, মহিবুর, স্বপন, রিপন একত্রিত হয়ে হাতুড়ি, লোহার রড়, লাঠি দিয়ে বেধমভাবে পিটিয়ে আহত করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাঘা পরে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

এছাড়া ইব্রাহিম হোসেন টিটুর পকেটে থাকা ৪৫ হাজার টাকা কেড়ে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে চকআমোদপুর গ্রামের ৩ রাস্তার মোড়ে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল তদন্তের জন্য এক অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নিব।

 


শর্টলিংকঃ