বাঘায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ১৫


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা থানার পুলিশ বিশেষ অফিযান চালিয়ে ১৫ জন আটক করেছে। আটককৃতদের মধ্যে ২জন সাজাপ্রাপ্তসহ ৭ জন ওয়ারেন্ট ও ৮ জন মাদক মামলার আসামী। গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বাঘা থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০ থেকে শনিবার ভোর রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে পৃথকভাবে তাদের আটক করা হয়েছে।
আটক কৃতরা হলো-সাজাপ্রাপ্ত আসামী বাঘা উপজেলার তেথুলিয়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে নিহাত আলী (৪০), পাকুড়িয়া গ্রামের আব্দুস সাপ্তারের ছেলে মিঠু আলী (৩৫)।

ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলো-তুলশিপুর গ্রামের নজরুল ইসলামে ছেলে শহিদুল ইসলাম (২৮), হরিনা গ্রামের লালার ছেলে আকবর আলী (৩২), মৃত হারুন আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৩), কলিগ্রামের সোলেমান আলীর ছেলে মাসুদ রানা (২৮), সরেরহাট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাজদার হোসেন (৩৪)।

মাদক মামলার আসামীরা হলো-জোতকাদিরপুর গ্রামের মৃত কাজের শাহ ছেলে নাজমুল শাহ (৪৯), আলাইপুর গ্রামের আফতাব আলীর ছেলে সাগর আলী (২২), আব্দুর রাজ্জাকের ছেলে হামিদুল ইসলাম (৪৫), ভানুকর গ্রামের আব্দুর রহমানের ছেলে আফান (২৭), জমির উদ্দীনের ছেলে সেলিম (২৭), মহিদিপুর গ্রামের মৃত গোলম রসুলের ছেলে রুস্তম আলী (৫০), মৃত ছবির উদ্দীনের ছেলে তোফায়েল হোসেন (৩২)।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, সকল আসামীকে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শর্টলিংকঃ