বাঘায় যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মামলা


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় পদ্মার চরে জাকির হোসেন (২১) নামে এক যুবকের গলাকেটে জবাই করা লাশ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে জাকির হোসেনের বাবা আবদুল খালেক মোল্লা বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ জনকে অজ্ঞাত করে এ মামলা দায়ের করেন।

জানা যায়, শুক্রবার রাত ৯টায় জাকির হোসেন বাড়ি থেকে পাশের কালিদাসখালী বাজারে ওষুধ আনতে গিয়ে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। পরের দিন সকালে এলাকার সবজি চাষীরা মাঠে কাজ করতে গেলে লাশ দেখতে পান। খবর পেয়ে বাবা খালেক মোল্লা ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। লাশ ওই দিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, ধারালো ছুরি অথবা হাসুয়া দিয়ে জাকির হোসেনের গলা কেটে জবাই করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।

উল্লেখ্য, শনিবার সকাল ৯টায় পদ্মার চরের কালিদাসখালীর মটরক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। জাকির হোসেন ওই এলাকার আবদুল খালেক মোল্লার ছেলে।


শর্টলিংকঃ