Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাঘায় র‌্যাবের সাথে এ কেমন প্রতারণা!


ইউএনভি ডেস্ক:

রাজশাহীর বাঘায় গাঁজা বিক্রির নামে র‌্যাবের সোর্সের সাথে প্রতারণা করে ধানের খড় দিয়ে মোড়ানো মাটি ও স্যান্ডেল দিয়ে র‌্যাবের হাতে আটক হয় দুই যুবক। গাঁজা না পাওয়ায় উত্তম মাধ্যম দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন র‌্যাব।

প্রতীকী ছবি

প্রতারক দুইজন হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগর গ্রামের মহসিন বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম (২৫) ও বিশার প্রামানিকের ছেলে তোহিদুল ইসলাম(২২)। শুক্রবার সকালে বাঘা বাজারে তাদের দুইজনকে আটক করে র‌্যাব। তাদের কাছে গাঁজা না থাকায় ছেড়ে দেওয়া হয়।

র‌্যাবের একটি সূত্র জানায়, তাদের একজন সোর্স ৩ কেজি গাঁজা কেনার শর্তে শুক্রবার সকালে বাঘায় আসতে বলেন। এরপর সকাল ১১ টায় কাপড় দিয়ে মোড়ানো দুইটি প্যাকেটসহ তাদের আটক করা হয়। পরে প্যাকেট খুলে দেখা যায়, তার মধ্যে ধানের খড় দিয়ে মোড়ানো মাটি ও স্যান্ডেল। এরপর র‌্যাবের পক্ষ থেকে তাদের উত্তম মাধ্যম দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী র‌্যাব ৫ এর সিনিয়র (এএসপি) মাইনুল ইসলাম জানান, আটককৃতদের কাছে গাঁজা না পাওয়ায় তাদের মুচলেকা নেওয়ার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।


Exit mobile version