বাঘায় ১৮ দিন পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় অপহরণের ১৮ দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আমোদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ছবি: প্রতীকী

জানা যায়, গত ১৪ অক্টোবর উপজেলার চন্ডিপুর এলাকার ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী (১৪) নিজ এলাকা থেকে পাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় ফাকা রাস্তা থেকে চন্ডিপুর গ্রামের মাজদার রহমানের ছেলে সুমন আহম্মেদ (১৮), তার ভাই সুজন আলী, মা রোজিনা বেগম ওই স্কুল ছাত্রীকে অপরহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পরের দিন ১৫ অক্টোবর ৩ জনকে অভিযুক্ত করে স্কুল ছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এদিকে মামলা করার ১৮ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার আমোদপুর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

 


শর্টলিংকঃ