বাঘায় ২৬ দিন ধরে যুবক নিখোঁজ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের ২৬ দিনেও সন্ধান পায়নি পরিবার। সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত রাস্তায় ঘুরে ঘুরে বাবা-মা কান্নাকাটি করে সন্ধান মিলাতে পারেনি। বাকপ্রতিবন্ধী যুবক লিটন হোসেন (৩০) গত ১১ মার্চ আড়ানী বাজার থেকে হারিয়ে গেছে।

নিখোঁজ লিটন হোসেন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোচর গ্রামের আকরাম আলীর পুত্র। ছেলে নিখোঁজের পর থেকে পাগল প্রায় বাবা-মা। ছেলের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে কান্নাকাটি করে বেড়াচ্ছেন। রাস্তায় যাকে পাচ্ছেন তার কাছে ছেলের সন্ধানের জন্য অনুরোধ করছেন।

তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে পাওয়া যায়নি। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭২৯-৮৩২২৬০ নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার ভাই নাছিম উদ্দিন।

লিটন হোসেন ফর্সা, ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা, সঠিকভাবে কথা বলতে পারে না। কোন কোন সময় ভাঙ্গা ভাঙ্গাভাবে কিছুটা কথা বলতে পারে। তার পরনে সাদা কালো চেকের লুঙ্গি, লাল সুবজ রঙের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া গেঞ্জি, লাল সাদা রঙের জ্যাকেট, লাল কালো রঙের মাফলার, বার্মিজ কালো রঙের স্যান্ডেল, তার মুখের সামনের ভাঙ্গা দাঁত দুটি লাগানো রয়েছে।

এ বিষয়ে আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোচর গ্রাামের কাউন্সিলর জিল্লুর রহমান সরদার জানান, লিটন হারিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। তাকে ২৬ দিনে বিভিন্নস্থানে খোঁজ করে পাওয়া যায়নি।


শর্টলিংকঃ