বাজারে আসার আগেই আলোচনায় ‘রিয়েলমি রেস’


ইউএনভি ডেস্ক:

বাজারে আসার আগেই আলোচনায় রিয়েলমির আপকামিং স্মার্টফোন ‘রেস’ মডেল। ফোনটি সম্প্রতি চীনের সার্টিফিকেশন ওয়েবসাইট টিইএনএএ-এ হাজির হয়েছিল। আর সেখান থেকেই ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছে।

টিইএনএএ-এর লিস্টিং থেকে জানা গেছে রিয়েলমি রেসের মডেল নম্বর আরএক্সএম২২০২। লিস্টিংয়ে ফোনের একটিই রঙ দেখা গিয়েছে, সেটি লাইট ব্লু। ফোনের পিছনে দেওয়া হচ্ছে গ্র্যাডিয়্যান্ট ফিনিশিং। এছাড়াও যেহেতু ফোনটি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবেই লঞ্চ করবে, তাই গ্লাস ব্যাকও দেওয়া হচ্ছে এই ফোনে।

এর আগে বেশিরভাগ ফোনেই নচ বা ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরা দিয়ে এসেছে রিয়েলমি। তবে টিইএনএএ লিস্টিংয়ের নতুন এই মডেলের ছবি থেকে জানা গেছে, রিয়েলমি রেস মডেলের ফোনে পাঞ্চ-হোল ক্যামেরা দেওয়া হচ্ছে। যদিও ফোনের ক্যামেরা সেটআপ থেকে কোনও তথ্য জানা যায়নি।

এর আগে একাধিক টিপস্টার জানিয়েছেন যে, রিয়েলমি রেসে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের।


শর্টলিংকঃ