Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাড়িতে বাড়িতে লাশ পাচ্ছে স্পেনের সেনারা!


ইউএনভি ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের হানায় ইতালির পর ভয়াবহ অবস্থা স্পেনে। ইতিমধ্যে প্রাদুর্ভাব ঠেকাতে সেনাবাহিনী নামিয়েছে দেশটি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বয়স্করা বাড়িতে পরিত্যক্ত অবস্থায় আছেন। কখনো কখনো তাদের মরদেহ পাওয়া যাচ্ছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ,স্পেনের মাদ্রিদ শপিং সেন্টারটি সাময়িকভাবে মর্গে পরিণত করা হয়েছে। বর্তমানে সে দেশের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত (যেখানে মরদেহ পাওয়া গেছে) বাড়িগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে।খবরে আরো বলা হয়েছে, স্পেন জুড়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে বয়স্কদের মরদেহ পড়ে থাকতে দেখেছে সেনা সদস্যরা।

অভিযানের সময় সেনাবাহিনী বয়স্কদের বাড়িতে পরিত্যক্ত অবস্থায় এবং কখনো কখনো তাদের মরদেহ পেয়েছেন বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস ।ইতিমধ্যে স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৩৬ জন। এতে মারা গেছেন ২ হাজার ৩১১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৫ জন।

গত বছরের ডিসেম্বরের চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে এখন পর্যন্ত বিশবের ১৯০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।ইতিমধ্যে বিশ্ব জুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখা ৩ লাখ ৮০ হাজারের বেশি। মারা গেছে ১৬ হাজার ১৬ হাজার ৫৫৮ জন।


Exit mobile version