Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বার্সায় বদলি হয়ে খেলতেও রাজি সুয়ারেজ


ইউএনভি ডেস্ক:

বার্সেলোনার হয়ে সবটা নিংড়ে দিয়েছেন উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তার থেকে আর বেশি কিছু পাওয়ার নেই কাতালানদের। বায়ার্নের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর বার্সা যে পরিবর্তনের ডাক দিয়েছেন, সেই তালিকায় আছেন ৩৩ বছর বসয়ী সুয়ারেজও। কিন্তু ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোন দলের তেমন আগ্রহ নেই ছয় বছর বার্সায় কাটানো এই স্ট্রাইকারে।

তার শুরুর দিকের ক্লাব আয়াক্স ১৫ মিলিয়ন ইউরোর বিড ধরেছিল বলে সংবাদ মাধ্যমের খবর। তবে সুয়ারেজ বলছেন, বার্সার কেউ তাকে ক্লাব ছাড়তে বলেননি।

সুয়ারেজ বলেন, ‘আমার সার্ভিস দরকার নেই- এটা ক্লাবের কেউ বলেননি। দলের জন্য আমি সেরাটাই করতে চাই। দলের পরিস্থিতি কারো সঙ্গে তুলনা করছি না, সবার জায়গা আলাদা আলাদা। তবে রিয়াল গত মৌসুমে যখন আয়াক্সের কাছে হারল, হায়-হায় রব উঠেছিল। টনি ক্রুস শেষ, মডরিচের অবসর নেওয়া উচিত, রামোস দলের জন্য বিপর্যয়। কত কথা শোনা গেল। অথচ এ বছর তারা অসাধারণ দল।’

সুয়ারেজ বলেন, ‘অবশ্যই রিয়াল মাদ্রিদ অনেক বড় দল। আগেও তারা বড় দল ছিল। কিন্তু দল হারলে সবদিক থেকে সবার থেকে খোঁচা খাওয়া লাগে। ভক্তদের চোখে আজ সেটা সাদা কাল সেটা কালো। তিনি মনে করেন, এ বিষয়ে সবার আরও ধৈর্যশীল হওয়া উচিত। সবাই শুধু বিচারই করে যায়। দ্রুতই অতীত ভুলে যায়। এটা লজ্জার বিষয়।’

বার্সা যেভাবে খেলাবে সেভাবেই খেলতে রাজি বলেও জানান সাবেক আয়াক্স এবং লিভারপুলের এই স্ট্রাইকার। বার্সার হয়ে ১৪৭ গোল করা সুয়ারেজ বলেছেন, ‘ক্যারিয়ার জুড়ে বদলি হিসেবে খেলতেও রাজি আমি। কোচ যদি মনে করেন, আমার কাজটা বেঞ্চে থেকেই করতে হবে- তাতেও আমার আপত্তি নেই। যতদিন দল আমাকে বিবেচনা করবে আমি বার্সাতেই থাকতে চাই। অবদান রাখতে চাই।’


Exit mobile version