বাসের ধাক্কায় উল্টে গেল নাটোর পৌর মেয়রের গাড়ি


নিজস্ব প্রতিবেদক, নাটোর 

দুর্ঘটনার কবলে পড়েছে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির গাড়ি। সকাল সাড়ে ১০ টার দিকে মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি বাস মেয়রের জিপকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এর প্রতিবাদে নাটোর-বগুড়া মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখা হয়। এসময় কয়েকশ’যানবাহন আটকা পড়ে।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জানান, সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে নিজ কার্যালয় থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচ্ছিলেন।তাকে বহনকারী জিপটি মাদ্রসা মোড় এলাকায় পৌছলে পেছন থেকে একটি বাস জিপটিকে ধাক্কা দেয়।  এতে  জিপটি উল্টে যায়। স্থানীয় জনতা এসে গাড়ি থেকে মেয়র ও তার ব্যক্তিগত কর্মচারিকে উদ্ধার করে।

তবে তাদের কোন কোন ক্ষতি হয়নি। জিপ উল্টে যাওয়ার খবর পৌর কার্যালয়ে পৌঁছলে কর্মকর্তা-কর্মচারি,কাউন্সিলরসহ বিভিন্ন স্তরের মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে।খবর পেয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ঘটনাস্থলে ছুটে যান।পরে পুলিশ বাসটি আটক করলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।


শর্টলিংকঃ