Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাড়তে যাচ্ছে স্মার্টফোনের দাম


ইউএনভি ডেস্ক:

২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তাই বাড়তে যাচ্ছে স্মার্টফোনের দাম। তবে ফিচার ফোনের উপর আমদানি শুল্ক আগের মতোই থাকছে। তাই স্মার্টফোনের দাম বাড়ছে এবং ফিচার ফোনের দাম আগের মতোই থাকছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে, স্মার্টফোন আমদানির উপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার কথা বলা হয়েছে। তবে ফিচার ফোনে আমদানি শুল্ক আগের মতো ১০ শতাংশই থাকছে।

অর্থমন্ত্রী বলেন, ‘স্মার্টফোন দেশের বিত্তবান লোকজন ব্যবহার করে বিধায় এর আমদানি শুল্ক বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি। অপরদিকে ফিচার ফোন নিম্ন আয়ের মানুষ ব্যবহার করে বিধায় তার আমদানি শুল্ক হার আগের মতোই ১০ শতাংশ রাখার প্রস্তাব করছি।

মোবাইল ফোনের চার্জার কানেকটর পিন ও সিম স্লট ইজেকটর পিনের উপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।


Exit mobile version