Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাড়িতে ঢুকে গেল রডবোঝাই ট্রাক, ঘুমন্ত কিশোর নিহত


ইউএনভি ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে ঢুকে পড়ায় রাজিব (১৭) নামে ঘুমন্ত এক কিশোর নিহত হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার মহিষলুটি বাজারে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রাজিব উপজেলার মহিষলুটি গ্রামের রহিচ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহিষলুটি বাজারের পূর্বপাশে একটি বসত বাড়ির ভিতরে ঢুকে পড়ে ঘুমন্ত রাজিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূরুন্নবী বলেন, ওই যুবকের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবহন আইনে ট্রাকের চালক ও মালিকের নামে মামলা দায়ের করা হয়েছে।


Exit mobile version