Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বাড়ি বাড়ি ফেরি করে বিদ্যুৎ সংযোগ প্রদান


বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আলোর ফেরিওয়ালা কার্যক্রমের আওতায় বিশেষ সেবা হিসেবে চলতি রমজান মাসে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধিন বাঘা সাব-জোনাল অফিস। বর্তমান সরকারের শতভাগ বিদ্যুতায়ন অঙ্গীকার সফল করতে তাঁরা এ কার্যক্রম অবাহত রেখেছেন।

বিদ্যুৎ সংযোগ দিতে ভ্যানে করে প্রচারণা

নাটোর পল্লী বিদ্যুৎ সমিত-২ এর বাঘা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার শাহিনুর আলম মৃধা জানান, ইতোমধ্যে বাঘা উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সফল হয়েছে। এখন যাদের সংযোগ দেয়া হচ্ছে তাদের অধিকাংশ নতুন বাড়ি নির্মান করেছেন এবং পরিবার থেকে আলাদা হয়েছেন তাদের নতুন মিটার সংযোগ দেয়া হচ্ছে। এ জন্য একজন গ্রাহকের খরচ হচ্ছে ওয়ারিং বাদে মাত্র ৫৫০ টাকা।

প্রচারণায় বলা হচ্ছে, বিদ্যুৎ নিয়ে বর্তমান সরকারের ওয়াদা মাফিক বাঘা উপজেলায় ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলে এসেছে। তারপরেও যারা বিদ্যুৎ পান নি তারা ১০০ টাকায় আবেদনের মাধ্যমে ৪০০ টাকা জামানত এবং ৫০ টাকা সদস্য ফি জমা দিয়ে ওয়ারিং সম্পর্ণকারীরা অফিসের সাথে যোগাযোগ করলে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে সংযোগ প্রদান করা হচ্ছে।


Exit mobile version