Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বিকেলে উলভসের মুখোমুখি হচ্ছে টাইগাররা


ইউএনভি ডেস্ক :

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শুরু আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সে ম্যাচে বিকেল ৪টা ৪৫ মিনিটে আয়ারল্যান্ডের ক্লাব উলভসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে সফরকারী উইন্ডিজদের মোকাবেলা করবে স্বাগতিক আয়ারল্যান্ড।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের হয়ে অধিনায়কত্ব করবেন হ্যারি টেক্টর। গেল জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে টেক্টরই স্বাগতিকদের বিপক্ষে আয়ারল্যান্ড উলভসকে নেতৃত্ব দিয়েছিলেন।

ইনজুরি থেকে ফেরা মিডল অর্ডার ব্যাটসম্যান জেমস শ্যানন ও পেসার ট্রাইওনকে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে।
আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট জানিয়েছেন, ‘একই দিন দুটি খেলা মাঠে গড়াবে। একদিকে আয়ারল্যান্ড জাতীয় দল, আরেকদিকে আয়ারল্যান্ড উলভস। যা আমাদের সুযোগ করে দিচ্ছে ২২ জন ক্রিকেটারের পারফরম্যান্স বিবেচনা করার।’

এই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়েই আয়ারল্যান্ডের পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে মাশরাফিরা। আগামী ৭ মে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জেসন হোল্ডারের উইন্ডিজকে মোকাবেলা করবে বাংলাদেশ।


Exit mobile version