বিজিবি’র অভিযানে রাজশাহী সীমান্ত হতে ভারতীয় ইয়াবা জব্দ


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর সীমান্তবর্তী এলাকা বাঘা থানার ব্লকঘাট মধ্যের চর এলাকায় অভিযান চালিয়ে ৯০০ পিচ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযানে জব্দকৃত ইয়াবা টেবলেটের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৭০ হাজার টাকা। তবে এ ঘটনায় মাদক চক্রের কাওকে আটক করা যায়নি।

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম এসজিপি এই তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহীর অধীনস্থ আলাইপুর বিওপি’র নায়েক মোজাম্মেল হোসেন সাথে ৪ জনের একটি নিয়মিত টহল দল রাজশাহী জেলার বাঘা থানার ব্লকঘাট মধ্যের চর এলাকায় টহল পরিচালনা করে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্যগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী বিজিবি ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করা হয়েছে এবং তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।


শর্টলিংকঃ