Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বিডিনিউজ প্রধান সম্পাদকের আগাম জামিন


ইউএনভি ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টে হাজির হয়ে তিনি আগাম জামিন আবেদন করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তা মঞ্জুর করেন।

‘অবৈধভাবে’ সম্পদ অর্জনের অভিযোগে গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে রাজধানী সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা করেন।

বুধবার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, ড. মমতাজ উদ্দিন মেহেদী ও ব্যারিস্টার মাহবুব শফিক। জামিনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

মামলার এজহারে বলা হয়েছে, কোনও ধরনের বৈধ উপার্জন ছাড়াই তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। ‘ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে’ তিনি এই অর্থ অর্জন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


Exit mobile version