বিতর্কিতরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে : এনামুল এমপি


বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ১৫ নং যোগীপাড়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ উপলক্ষে যোগীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন আ’লীগ। উক্ত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাঘ প্রতীকে ১৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আলী খাঁন। তার নিকটতম প্রার্থী রনজিৎ সাহা বাঘ প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। তার নিকটতম প্রার্থী ছাতা প্রতীকে জাহাঙ্গীর আলম বাদশা পেয়েছেন ১০২ ভোট।

যোগীপাড়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেছেন, সআ’লীগ সরকার ক্ষমতায় যখনই আসে দেশের উন্নয়নে তখন গতি আসে। কারণ আ’লীগ সংগঠনের হচ্ছে জনগণের দল। আ’লীগ নেতারা যা বলে সেটা বাস্তবায়ন করে।

আ’লীগ সরকার সন্ত্রাসী কর্মকান্ডকে সমর্থন করে না। আ’লীগের সংগঠণ জাতির জনকের তৈরি সংগঠন। আ’লীগ সরকারের আমলে দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। দেশের প্রতিটি জনগণ কোন না কোন ভাবে আ’লীগ সরকারের সুফল ভোক করে চলেছেন। তিনি আরো বলেন, ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ফলে দলকে গতিশীল করা হচ্ছে। তৃণমূল আ’লীগে ঢেলে সাজানো হচ্ছে। ত্রি-বার্ষিক এই সম্মেলন তৃণমূল আ’লীগকে গতিশীল করবে। কর্মীরাই নেতাদের প্রাণশক্তি। প্রতিটি নেতাকেই তৃণমূলের কর্মীর কাছে থাকতে হবে। সমৃদ্ধশীল দেশ গঠনে আ’লীগ সরকারের বিকল্প নেই। তাই সকলকে দলের স্বার্থে কাজ করতে হবে।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, যোগীপাড়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আহ্বায়ক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, চেয়ারম্যান আসলাম আলী আসকান, আজাহারুল হক, আনোয়া হোসেন, আব্দুল হামিদ ফৌজদার, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, সামসুল হক, মাসুদ আলম টনি, উপদেষ্টা সদস্য আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সাবেক সদস্য জাহানারা বেগম, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, বীরমুক্তিযোদ্ধা সাহার আলী, গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম, যোগীপাড়া ইউনিয়ন আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা এস,এম, এনামুল হক, হাবিবুর রহমান মটর, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, লিটন, সাংগঠনিক সম্পাদক এম.এফ. মাজেদুল হক সোহাগ, ভবানীগঞ্জ দলিল লেখক সমিরি সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

উক্ত সম্মেলনে উপজেলার, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগীপাড়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথমে সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক সাদা পায়রা এবং বেলুন ছেঁড়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।


শর্টলিংকঃ