Site icon ইউনিভার্সাল ২৪ নিউজ

বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টরের ধাক্কা, বিদ্যুতায়িত হয়ে নিহত ১০


ইউএনভি ডেস্ক:
ভারতে বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টরের ধাক্কা লেগে ৭ নারীসহ ১০ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এই সময়।

ভারতীয় এই সংবাদমাধ্যম জানায়, মাঠে কাজ করে ট্র্যাক্টরে চেপে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। পথে ১০ শ্রমিকই বিদ্যুৎ‍‌স্পৃষ্ট হয়ে মারা যান। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের ‌খুঁটিতে ধাক্কা মারলে শ্রমিকরা বিদ্যুতায়িত হন।

পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়, মরিচের খেতে কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিকরা। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে স্থানীয় রাপারলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, ট্রাক্টরে ১৫ জনেরও বেশি শ্রমিক ছিলেন।

আহতদের শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ জন নারী শ্রমিক রয়েছেন। তাদের সবার বাড়ি মাচাভরম গ্রামে।

এদিকে, দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর খবরে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন রেড্ডি। আহতদের চিকিৎ‍‌সার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।


Exit mobile version