- ইউনিভার্সাল ২৪ নিউজ - https://universal24news.com -

বিদ্যুতের ভেলকিবাজিতে ভবন ছেড়ে গাছের নিচে বসল শিশুরা


নিজস্ব প্রতিবেদক :

শনিবার  বিকেল ৩টার পর নগরীর বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে ক্লাস করছে স্কুল মাঠে। গাছে নিচে মাটিতে বসে তারা ক্লাস করে। শিক্ষার্থীরা জানায়, বিদ্যুৎ না থাকায় ক্লাসরুম অন্ধকার হয়ে পড়েছে। আর তীব্র গরম পড়েছে। এ কারণে বাধ্য হয়ে বাইরে ক্লাস করছে তারা।

বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে বসেছে গাছের নিচে – আবু সাঈদ

রাজশাহীতে মহানগরীতে ঘনঘন বিদ্যুতের যাতায়াতে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। দিন-রাত ২৪ ঘন্টায় অন্তত ৭/৮ বার বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। গরমের মধ্যে লোডশেডিং হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। অথচ কর্তৃপক্ষের দাবি, তেমন লোডশেডিং নেই। যেটুকু হচ্ছে সেটা কাজের জন্য। লাইন সংস্কার বা অন্যান্য কারণে লোডশেডিং হচ্ছে বলে কর্তৃপক্ষের দাবি।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে রাজশাহী মহানগরজুড়ে বিদ্যুতের ভেলকিবাজি যেন লেগেই আছে। পূর্ব কোন ঘোষণা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। দিন ও রাত উভয় সময়েই বিদ্যুতের লোডশেডিং হচ্ছে সমানতালে। একদিকে প্রচুর গরম অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং। দুইয়ে মিলে নগরবাসী ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। এ নিয়ে নেসকোর গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

বিদ্যুৎ না থাকায় শিশু শিক্ষার্থীরা ক্লাস করছে স্কুল মাঠে   – আবু সাঈদ

খোঁজ নিয়ে আরো জানা গেছে, গত ৩/৪ দিন ধরে নগরীতে আরো বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। দিনরাত মিলিয়ে ৭/৮ বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের মধ্যে পড়ে মানুষ গরমের মধ্যে সমস্যার মধ্যে পড়ছেন অন্যদিকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শনিবার  বিকেল ৩টার পর নগরীর বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে ক্লাস করছে স্কুল মাঠে। গাছে নিচে মাটিতে বসে তারা ক্লাস করে। শিক্ষার্থীরা জানায়, বিদ্যুৎ না থাকায় ক্লাসরুম অন্ধকার হয়ে পড়েছে। আর তীব্র গরম পড়েছে। এ কারণে বাধ্য হয়ে বাইরে ক্লাস করছে তারা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) রাজশাহী ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, রাজশাহীতে এখন কোথাও কোনো লোডশেডিং নেই। তবে লাইন সংস্কার বা মেরামতের জন্য কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।  এটি স্বাভাবিক ঘটনা।