বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের মৃত্যুবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক :

মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পরিবারের সদস্যবৃন্দ।

পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন
পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

এছাড়া মহানগর আওয়ামী লীগ, রাসিকের কাউন্সিলর-কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রথমে জাহানারা জামানের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন পরিবারের সদস্যবৃন্দ। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মরহুমার দুই ছেলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও এ.এইচ.এম এহ্সানুজ্জামান স্বপন, চার মেয়ে ফেরদৌস মমতাজ পলি, রওশন আক্তার রুমী, দিলারা জুম্মা রিয়া, কবিতা সুলতানা চুমকি, দুই পুত্রবধূ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও ড.শারমিন পারভীন, দৌহিত্র বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও মায়সা সামিহা জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ। এরপর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করেন মহানগর আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আসাদুজ্জামান আজাদ, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, জাতীয় শ্রমিক লীগের মহানগর সভাপতি বদরুজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু প্রমুখ।

এরপর মেয়র খায়রুজ্জামান লিটনের নেত্বত্বে রাসিকের কাউন্সিলরবৃন্দ মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণার নেতৃত্বে মহানগর ছাত্রলীগ পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পারিবারিক কবরস্থানের পাশে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে মরহুমাকে নিয়ে স্মৃতিচারণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।


শর্টলিংকঃ